পিবিএ,শেরপুর(বগুড়া): বগুড়ার শেরপুরের রণবিরবালা গ্রামে পিতার উপর অভিমান করে ২০ সেপ্টেম্বর রোববার সকালে কলেজ ছাত্র আকাশ হোসেন (১৭) গলায় ওড়না পেছিয়ে ঘরের তীরের সাথে ঝুলে আত্মহত্যা করেছে।
সরেজমিনে জানা যায়, উপজেলার গাড়ীদহ ইউনিয়নের রণবীলবালা গ্রামের আমাদুল হোসেনের কলেজ পড়ুয়া ছেলে আকাশ হোসেন তার পিতার কাছ থেকে ২০ সেপ্টেম্বর রোববার সকাল ৯টার দিকে ২ হাজার টাকা যায়। টাকা না দেওয়ায় আকাশ তার পিতার উপর অভিমান করে বেলা ১১টার দিকে নিজ ঘরের পুরাতন বাঁশের তীরের সাথে ওড়না পেছিয়ে আত্মহত্যা করে।
এ ব্যাপারে পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, অভিযোগের প্রেক্ষিতে থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
পিবিএ/আবু বকর সিদ্দিক/এসডি