মোহাম্মদ দুদু মল্লিক,ঝিনাইগাতী(শেরপুর): শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ৩নং নলকুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আইয়ুব আলী ফর্সা সাময়িক বরখাস্ত হওয়ার কারণে ওই ইউনিয়নের ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা সন্তান মোঃ মজনু মিয়াকে ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। গত ১৫ সেপ্টেস্বর উপজেলা নির্বাহী অফিসারের স্বাক্ষরীত এক পত্রে মজনু মিয়াকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। ২০ সেপ্টেম্বর রবিবার আনুষ্ঠানিকভাবে নলকুড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দ্বায়িত্ব বুঝে নেন মজনু মিয়া। এসময় ওই ইউনিয়নের ইউপি সদস্য, ইউপি সচিব মুক্তিযুদ্ধা সন্তান মোঃ সাইফুল ইসলাম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। দায়িত্ব গ্রহণ কালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মজনু মিয়া বলেন, তিনি যেন এ গুরু দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন উপস্থিত সকলের নিকট দোয়া চান এবং দায়িত্ব পালনকালে ইউনিয়নবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।
পিবিএ/এসডি