পিবিএ,মাগুরা: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকরাম আল হোসেন বলেছেন,‘বাচ্চাদের পেটে ক্ষুধা থাকলে পড়ালেখায় যেমন মন থাকেনা তেমনি শরীরও ভাল থাকে না। বাচ্চারা এদেশের ভবিষ্যত তাদের দিকে আমাদের খেয়াল রাখতে হবে।’ তিনি রবিবার দুপুরে মাগুরার শ্রীপুর উপজেলার হাট দারিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভবন নির্মাণ সংক্রান্ত বিষয়ে এলাকাবাসীর সাথে মত বিনিময় সভায় এ সব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন,‘শিক্ষা বিষয়ে সমস্ত প্রতিবন্ধকতা দুর করে একটি শিক্ষিত জাতি তৈরীতে সকলকে কাজ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন মাগুরার অতিরিক্তি জেলা প্রশাসক জুলিয়া সুকাইনা, স্থানীয় সরকার বিভাগের নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন কবীর, উপজেলা সহকারি কমিশনার (ভুমি ) হাসিনা মমতাজ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোশারফ হোসেন, দারিয়াপু ইউপি চেযারম্যান জাকরি হোসেন কানন প্রমুখ।
প্রসঙ্গত, হাট দারিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভবন নির্মানকে কেন্দ্র করে বিদ্যালয়ের জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে জটিলতা সৃষ্টি হয়েছিল। সে কারণে সরকারিভাবে ভবন নির্মাণের বরাদ্দ হলেও জটিলতার কারণে কাজ স্থগিত ছিল। সচিব আকরাম আল হোসেন এলাকার মানুষের সাথে কথা বলে দীর্ঘদিনের জটিলতার সমাধান করেন।
পিবিএ/মোখলেছুর রহমান/এসডি