পিবিএ,রায়পুরা (নরসিংদী): নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জাচর পশ্চিমপাড়া এলাকায় পাগলা নদীতে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় মো. উজ্জল মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছে।
জানা যায়, এ ঘটনায় এক বৃদ্ধা ও শিশুসহ দুজন নিখোঁজ রয়েছেন।
রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত উজ্জল উপজেলার মির্জাচর গ্রামের আক্তার মিয়ার ছেলে। নিখোঁজ দুজন হলেন, ওই গ্রামের বাসিন্দা হোসেন আলীর স্ত্রী কমলা বেগম (৫০) ও সানজিদা (৮)।
স্থানীয় সূত্র জানায়, রবিবার রাতে উপজেলার চরমধুয়া ইউনিয়নের সমীবাগ ঘাট থেকে কয়েক যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত একটি নৌকা মির্জাচর গ্রামের দিকে রওনা দেয়। পরে নৌকাটি ঝড়ের কবলে পড়ে মির্জাচর পশ্চিমপাড়া এলাকায় পাগলা নদীতে ডুবে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুরা থানার সেকেন্ড অফিসার দেব দুলাল জানান, এ ঘটনায় ১ জন নিহত ও ২ জন নিখোঁজ রয়েছে। ঘটনা স্থলে ফায়ার সার্ভিসের লোকজন কাজ করছে।
পিবিএ/অজয় সাহা/এমআর