পিবিএ,পূবাইল(গাজীপুর): গাজীপুর সিটি কর্পোরেশনের পূবাইল থানাধীন ৪১নং ওয়ার্ডের হাড়িবাড়ির টেক এলাকায় বিলের পানিতে গোসল করতে গিয়ে রাকিব (১৬) যুবকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত রাকিব গাজীপুর জেলার পূবাইল থানার হাড়িবাড়ির টেক গ্রামের জাহাঙ্গীর মোল্লার ছেলে। প্রত্যক্ষদর্শী সাদিয়া জানায় দুপুর আনুমানিক ১ টার দিকে বাড়ির পাশে বিলের পানিতে গোসল করতে নেমে ডুব দেওয়ার পর সে আর ভেসে উঠেনি।
পরে স্থানীয় লোকজন টঙ্গী ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে ডুবুরিদল এসে পানির নিচ থেকে যুবকের মরদেহ উদ্ধার করে। ঢাকা হেড কোয়ার্টারের ডুবুরি দলের ওয়্যার হাউস ইন্সপেক্টর নাজমুল হাসান জানান, এলাকাবাসী আমাদেরকে ফোন দিলে ঘটনাস্থলে এসে বিলের পানিতে খোঁজাখুজির পর যুবকের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করি। পারিবারিক সূত্রে জানা যায়, নিহত রাকিব পূবাইল রহমানিয়া মাদ্রাসায় দশম শ্রেনিতে লেখাপড়া করা অবস্থায় মানসিক রোগে আক্রান্ত হওয়ার কারণে লেখাপড়া ছেড়ে দেয়।
পিবিএ/মোঃ রাজীব হোসেন/এসডি