পিবিএ,গুরুদাসপুর (নাটোর): তুলাভর্তি একটি মিনি ট্রাকে ফেন্সিডিল বহনের সময় দুই মাদক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। এসময় মিনি ট্রাকটিও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
রোববার দিবাগত রাত আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাহারুল ইসলামের নেতৃত্বে এসআই মজিদ, এএসআই আবুল কালাম, এএসআই রুবেলসহ সঙ্গীয় ফোর্স নিয়ে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুর অংশের কাছিকাটা টোলপ্লাজায় তাদের আটক করে । আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গার দৌলদিয়া উপজেলার মৃত গফ্ফারের ছেলে মনিরুজ্জামান দোয়েল (২৬) ও একই জেলার নথিডাঙ্গার মৃত মজিবুল ভুঁইয়ার ছেলে টগর (২২)।
আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আজ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে নাটোর জেল হাজতে পাঠানো হয়েছে।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাহারুল ইসলাম বলেন- গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা মিনি ট্রাকে (ঢাকা মেট্রো-এনএ-২০-৩৮০১) মাদক বহনের খবর পান। রোববার রাত আটটার দিকে টোলপ্লাজায় তুলাভর্তি ওই ট্রাকটি তল্লাশি করে তুলার নিচে চারটি বড় ট্যাংকের ভেতর ওই ৫শ বোতল ফেন্সিডিল পান। এসময় ফেন্সিডিল ও ট্রাকটি জব্দ করে দুই মাদক চোরাকারবারিকে আটক করা হয়।
পিবিএ/নাজমুল হাসান/এসডি