পিবিএ,গাইবান্ধা: গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে এবতেদায়ী মাদ্রাসার কার্য়ক্রম বা অবকাঠামো না থাকলেও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস হতে দেওয়া হতো বই সেসব বই শিক্ষার্থীদের হাতে না দিয়ে শিক্ষকদের বাসাবাড়ীতে টেবিলের নিচে পড়ে থাকার পর বছর পেরিয়ে গেলে বিক্রির অভিযোগ উঠেছে । সরেজমিনে জানা যায় , পলাশবাড়ী উপজেলার নিমদাসের ভিটা পশ্চিম পাড়ার এবতেদায়ি মাদ্রাসার কোন অবকাঠামো না থাকার পরেও শিক্ষার্থীদের নামে তালিকা প্রেরণ করে বই উত্তোলন করতো উক্ত মাদ্রাসার প্রধান শিক্ষক হামিদুল ইসলাম সহ অন্যান্য শিক্ষকগণ এসব বই শিক্ষার্থীদের হাতে না দিয়ে নিজ বসবাড়ীতে রেখে দেওয়া ও বিক্রি করার অভিযোগ স্বীকার করে প্রধান শিক্ষক হামিদুল ইসলাম অপরাধ স্বীকার করে বলেন বই গুলো অফিসে চাহিদা দেওয়া পর আমার অফিস থেকে সংগ্রহ করেছি। উল্লেখ্য পলাশবাড়ী উপজেলা জুড়ে এমন অভিনব কায়দায় যত্রতত্র এসব নাটকীয় এবতেদায়ি মাদ্রাসার লাগাম টেনে ধরার উপর গুরুত্বারোপ করেছেন সচতেন মহল।
পিবিএ/আশরাফুল ইসলাম/এসডি