রায়পুরায় দু-গ্রুপের সংঘর্ষে আহত ৮

অজয় সাহা, রায়পুরা (নরসিংদী): নরসিংদীর রায়পুরায় চরসুবুদ্ধি ইউনিয়নের আব্দুল্লাহপুরে আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে একই গ্রামের নাজিম উদ্দিন মেম্বার ও মদন মেম্বার এর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছে। আহতরা হলেন, জীবন মিয়া (২৮), সাহাদৎ হোসেন (২০) ও ছয় বছরের শিশুসহ টেটাবিদ্ধ আহতদের রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, সোমবার উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বিগত ৪ মাস পূর্বে এলাকায় আধিপত্যকে কেন্দ্র করে দু-গ্রুপের সংঘর্ষে মদন গ্রুপের নূরুল হক নামে একজন নিহত হয়। সম্প্রতি নূরুল হক হত্যার আসামীরা জামিনে এলাকায় এসে আব্দুল্লাহপুর বাজারে দখল করতে গেলে এ নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। ঘটনার দিন সকালে বিরোধের জের ধরে দুই গ্রুপের ককটেল ও ট্রেটা দিয়ে সংর্ঘষ হয়। এসময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে টেটাবিদ্ধ হয়ে তারা আহত হয়েছেন।
এ ব্যাপারে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এলাকায় উভয় গ্রুপের মধ্যে থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকায় পুলিম মোতায়েন করা হয়েছে।

পিবিএ/এসডি

আরও পড়ুন...