পিবিএ,বদলগাছী (নওগাঁ): নওগাঁর বদলগাছীতে এক গৃহবধুকে ঝাপটে ধরার অপরাধে এক গ্রীল ব্যবসায়ীকে আটক করে জেল হাজতে প্রেরন করেছেন বদলগাছী থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে গত শনিবার দিবাগতে রাতে উপজেলার সত্য পাড়া গ্রামে। জানা যায়, ঐ গ্রামের জনৈক শফিকুলের স্ত্রী রাত সাড়ে ১০ টার দিকে প্রকৃতির ডাকে টিউবওয়েল পাড়ে বের হলে কোলা বাজারের গ্রীল ব্যবসায়ী আসলাম ঐ গৃহবধুর নিকট পানি খেতে চায়।
এ সুযোগ নিয়ে আসলাম ঐ গৃহবধুকে ঝাপটে ধরে। গৃহবধু জানায়, তাকে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করে। এ সময় তার চিৎকারে আশাপাশের লোকজন ছুটে এসে আসলামকে আটক করে পুলিশে দেয়। থানায় ঐ গৃহবধুর ৯ বছরের শিশু কন্যা বলেন, তার মাকে ঝাপটে ধরা দেখেছে। এছাড়া ঘরে ঢুকতে বা অন্য কিছু করতে দেখে নি। সে তার মায়ের কাছাকাছি ছিল। এ বিষয়ে ঐ গৃহবধু বাদি হয়ে আসলামকে আসামী করে থানায় একটি নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে। থানা অফিসার ইনর্চাজ চৌধুরী জোবায়ের আহাম্মেদ ও ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, এবিষয়ে থানায় মামলা হয়েছে এবং আসলামকে গ্রেফতার করা হয়েছে।
পিবিএ/খালিদ হোসেন মিলু/এসডি