মানিকছড়িতে শিক্ষার্থীদের মাঝে ফলদ চারা বিতরণ

পিবিএ,মানিকছড়ি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বেসরকারী উন্নয়ন সংস্থা কারিতাসের উদ্যোগে মানিকছড়ি উপজেলায় বৃক্ষ রোপনের অংশ হিসাবে ২২ সেপ্টেম্বর উপজেলার তিনটহরী উচ্চ বিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থীর মাঝে আমলকি,বাতাবিলেবু ও কাজি পেয়ারার চারা বিতরণ করা হয়েছে। ২২ সেপ্টেম্বর সকাল ১১ টায় তিনটহরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতিউল ইসলাম এর সভাপতিত্বে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীর মাঝে উক্ত ফলদ বৃক্ষ আমলকি,বাতাবিলেবু ও কাজি পেয়ারার চারা বিরণ করা হয়েছে।

এ সময় উপজেলা কারিতাস কর্মকর্তা মোঃসোলেমান তার বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিআুর রহমান এর জন্ম শতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নানা প্রজাতির ফলদ বৃক্ষের চারা বিতরণের অংশ হিসাবে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষার্থী ও সরকারী- বেসরকারী প্রতিষ্ঠানে চারা বিতরণের চলমান কর্মসুচীর অংশ হিসাবে আজ এই বিদ্যালয়ে চারা বিতরণ কর্মসুচী নেয়া হলো। তিনি আরো বলেন, করোনায় আক্রান্ত রোগীরা আজ অক্সিজেন সংকটে ভুগছে। অথচ প্রাকৃতিক অক্সিজেন ফেক্টরী খ্যাত বৃক্ষ রোপন এবং সংরক্ষণে আমরা উদাসিন। তাই আমাদের উচিত বাড়ী ঘর, আঙ্গিনার আশেপাশের খালি জায়গায় ফল- ফলাদির বৃক্ষ রোপন করা।

পিবিএ/মো. জাকির হোসেন/এসডি

আরও পড়ুন...