পিবিএ,টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ): মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে উপজেলা মাসিক আইন শৃঙ্খলা সহিংশতা ও নাশকতা প্রতিরোধ কমিটি সভা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জগলুল হালদার ভুতু। এ সময় উপস্থিত ছিলেন – উপজেলা সহকারী কমিশনার ভূমি উছেন মে, পরিষদের ভাইস চেয়ারম্যান নাহিদ খান, মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাড. নাসিমা আক্তার, টঙ্গীবাড়ী থানা অফিসার ইনচার্জ হারুন-অর-রশিদ, প্রেসক্লাব সাধারন সম্পাদক আবু বাক্কার মাঝি, ইউপি চেয়ারম্যান আলম শিকদার বাচ্চু, আনোয়ার হালদার, দীন ইসলাম,আ.রহিম মিয়া, দুলাল হাজী, নুর হোসেন বেপারী, শিক্ষা কর্মকর্তা আনজুমান আরা বেগম প্রমুখ। সভায় করোনা, বাল্যবিয়ে, ইভটিজিং, মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ নিমূল সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
পিবিএ/মোঃ নাজমুল ইসলাম পিন্টু/এসডি