পাটগ্রামে ভারতীয় শাড়ী ও কসমেটিকসসহ গ্রেফতার-২

পিবিএ,লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম থানা পুলিশ এক অভিযান চালিয়ে সীমান্তবর্তী এলাকা একটি বাড়ী থেকে বিপুল পরিমান ভারতীয় শাড়ী ও কসমেটিকস উদ্ধার করেছে। এসময় পুলিশ ২ চোরাকারবারিকে আটক করে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে পাটগ্রাম থানার পুলিশ এক বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের পানবাড়ী গ্রামের (২ নং ওয়ার্ড) মোঃ ছমির উদ্দিন (৩৮), পিতা-মোঃ আঃ গনি এর বসত বাড়ী থেকে অবৈধ ভাবে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আনা ভারতীয় বিপুল পরিমান শাড়ী ও কসমেটিকস উদ্ধার করে। এ সময় ঘটনা স্থল থেকে চোরাকারবারী ১। মোঃ ছমির উদ্দিন (৩৮), পিতা-মোঃ আঃ গনি গ্রাম-পানবাড়ি কুজার বাজার ২। মোঃ আঃ মালকে (৫০), পিতা-মৃত আঃ কাদের দ্বয়কে গ্রেফতার করে পুলিশ। এ সময় মোঃ সাইদী (৪৫) নামের এক আসামী ঘটনাস্থল থেকে সুকৌশলে পালিয়ে যায়। এ সংক্রান্তে পাটগ্রাম থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি এর ১ (বি) ধারায় একটি মামলা করা হয়েছে। যার মামলা নং-১৩, তারিখ ২২/০৯/২০২০,।

পিবিএ/এস এম আলতাফ হোসাইন সুমন/এসডি

আরও পড়ুন...