পিবিএ,পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় আবহাওয়ার বিরূপ আচরণ ধারণ করেছে। বর্ষা পেরিয়ে শরতে এসে অবিরত ঝরছে গুড়ি গুড়ি বৃষ্টি। ফলে ব্যবসা বানিজ্য স্থবিরসহ জনজীবনে চরম অস্বস্তি নেমেছে এসেছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত থেকে এমন বৃষ্টিপাত অব্যাহত থাকায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার অসহায় দিনমজুর মানুষগুলো পড়েছেন বিপাকে। একই সঙ্গে শহর-বন্দর ও হাট-বাজারস্থ ব্যবসায়ীদের বানিজ্যিক কর্মকান্ড স্থবির হয়ে পড়েছে। বিশেষ প্রয়োজনে কিছু মানুষ বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বের হলেও, সেটিও সারতে যানবাহনসহ নানা বিড়ম্বনায় পড়ছেন। শুধু তায় নয়, গ্রামীণ কাঁচা রাস্তাগুলোও কাঁদায় পরিনত হয়েছে। সবমিলে দুর্ভোগে পড়েছে এ অঞ্চলের মানুষরা।
এছাড়া অবিরাম বর্ষণের কারনে কৃষকদের শীতকালীন সবজি ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে কৃষকরা মাঠে বপন করেছেন মরিচ, লাল শাক, মূলা, লাউ, ফুলকপি, টমোটোসহ বিভিন্ন জাতের সবজি। এসব জমির মাটি ভিজে কিংবা পানি জমে থাকায় ফসলের ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে।
রিকশা-ভ্যান চালক সুজিত চন্দ্র বলেন, আজ রাত থেকে অঝোরে বৃষ্টির কারনে গাড়ী নিয়ে রাস্তায় বের হতে পারছিলা না। সকাল দুপুর গড়িয়ে পড়ন্ত বিকেলে এসেও একই অবস্থা। এখন পর্যন্ত কোন যাত্রী পাইনি।
ইজিবাই চালক ফারুক হোসেন বলেন, সারা দুটি খ্যাপ মেরেছি। তা দিয়ে বাজার খরচ করাই দায় হয়ে পড়বে।
উপজেলার নন্দইল গ্রামের কৃষক তফিজ উদ্দিন বলেন, শীতকালী সবজি হিসেবে দেড় বিঘা জমিতে মূলা বীজ বপন করেছি। ইতোমধ্যে গঁজানো শুরু করেছে। কিন্তুু আজসহ গত কয়েক দিনের টানা বৃষ্টিপাত মুলা ক্ষেত নষ্ট হয়ে গেছে।
তবে উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ জানিয়েছেন- বৃষ্টির কারনে যাতে করে কৃষকদের ফসলের ক্ষতি কম হয়, এ বিষয়ে মাঠ পর্যায়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা কৃষদের সার্বিক পরামর্শ প্রদান করা যাচ্ছে।
পিবিএ/মোঃ বাবুল হোসেন/এসডি