ফুলবাড়ীতে বৃষ্টিতে অস্বস্তি!

পিবিএ,ফুলবাড়ী (দিনাজপুর): বর্ষা পেরিয়ে শরতের আগমন তবুও আকাশে আবহাওয়ার বিরূপ আচরণ। দিবারাত্রী ঝরছে অনবরত গুড়ি গুড়ি বৃষ্টি। এতে চরম অস্বস্থিতে পড়েছেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ব্যবসায়ীরাসহ দিনমজুররা।
গত মঙ্গলবার থেকে অনবরত বৃষ্টি শুরু হওয়ায় নিত্যদিনের বাজার খরচের চিন্তাসহ কিস্তি ও দাদন ব্যবসায়ীদের চাপের মুখে পড়েছেন দিনমজুর-নিম্নআয়ের মানুষরা। একইসাথে স্থবির হয়ে পড়েছে শহর ও গ্রাম্যঞ্চলের বিভিন্ন ব্যবসায়ীদের বাণিজ্যিক কর্মকাণ্ড। পেটের দায়ে কিংবা বিশেষ প্রয়োজনে কিছু মানুষ বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বের হলেও, সেটিও সারতে পড়তে হচ্ছে নানান বিড়ম্বনায়। সড়কের বেহাল দশার কথা তো থেকেই যায়, শহরের রাস্তায় খালাখন্দকসহ গ্রামীণ কাঁচা রাস্তাগুলো পরিনত হয়ে মৃত্যু ফাঁদে। সবমিলিয়ে চরম দুর্ভোগে জনজীবন কাটছে ফুলবাড়ী উপজেলার মানুষগুলোর।
এদিকে বর্ষণের ফলে কৃষকদের শীতকালীন সবজির ফসলের ক্ষতির শঙ্কা রয়েছে। ইতোমধ্যে মরিচ, লাল শাক, মূলা, লাউ, ফুলকপি, বাধাকপি, টমোটোসহ বিভিন্ন জাতের সবজি চারা বোপণ করেছেন কৃষকরা। নিচু জমিগুলোতে পানি জমে ফসল নষ্টের সম্ভবনা রয়েছে।
রিকশা-ভ্যান চালক আব্দুল মজিদ, রমজান, আনিসুরের সাথে কথা বলে জানা যায়, মঙ্গলবার রাত থেকে অঝোরে বৃষ্টির কারণে রিকশা-ভ্যান নিয়ে রাস্তায় বের হওয়া যাচ্ছে না। তবুও অনেকে পেটের দায়ে বৃষ্টিতে ভিজেই রিকশা-ভ্যান চালিয়ে যাচ্ছেন।
দিনমজুর রহমত আলী বলেন, এমনভাবে বৃষ্টি হতে থাকলে কাজ করতে না পেরে অনাহারে দিনকাল পার করতে হবে।

পিবিএ/প্লাবন শুভ/এসডি

আরও পড়ুন...