নাটোরের সিংড়ায় হঠাৎ ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত ৩০ টি ঘরবাড়ি

পিবিএ,নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের লালুয়া পাঁচপাকিয়া গ্রামে মঙ্গলবার রাতে হঠাৎ ঘূর্ণিঝড়ে ৩০ টি ঘরবাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে ঘরের চালা উড়ে গেছে, গাছপালা ভেঙ্গে গেছে। তবে কেউ হতাহত হয়নি।

ডাহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম মৃধা জানান, মঙ্গলবার রাতে আচমকা ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সরেজমিন পরিদর্শন করে তালিকা প্রনয়ণ করা হচ্ছে।

উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন জানান, প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির নির্দেশনায় ক্ষতিগ্রস্তদের তালিকা সংগ্রহ করা হয়েছে। তাৎক্ষনিকভাবে চাল,ডালসহ শুকনো খাবার দেয়া হচ্ছে। আরো সহায়তা প্রদানে সংশ্লিষ্ট দপ্তরে তালিকা প্রেরণে ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

পিবিএ/এসডি

আরও পড়ুন...