পিবিএ,নাটোর প্রতিনিধি: চুরি হওয়া ৫টি চোরাই মোটর সাইকেল উদ্ধারসহ আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে নাটোরের পুলিশ। সোমবার সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন কামারখন্দ উপজেলার গোটিয়ারচর এলাকার আলমের ছেলে সুমন-২৩ এবং চৌদুয়ার গ্রামের হাসেন আলীর ছেলে রাজু শেখ-২৪। নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা আজ দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার জানান, নাটোর কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে, ডিসি অফিসের উত্তর পাশ থেকে সহ তিনটি স্থান থেকে সম্প্রতি তিনিটি মোটর সাইকেল চুরি হয়।
মোটর সাইকেল হারানো ব্যক্তি নাটোর সদর উপজেলার চকবৈদ্যনাথ এলাকার শিবলু শেখ, লেঙ্গুরিয়া গ্রামের নাজমুল ইসলাম এবং তেলকুপি গ্রামের শাহিনুর রহমান নাটোর থানায় অভিযোগ দাখিল করেন। পরে পুলিশ সুপার লিটন কুমার সাহা জেলা গোয়েন্দা পুলিশ সহ বিভিন্ন থানার কর্মকর্তাদের সাথে বৈঠক করে চোরদের গ্রেফতার ও মোটর সাইকেল উদ্ধারের দিক নির্দেশনা দেন। এরপর তথ্য প্রযুক্তি এবং গোয়েন্দা সুত্রে প্রাপ্ত তথ্যের ওপর গত ২৩ সেপ্টেম্বর সিরাজগঞ্জ জেলার কামার খন্দ উপজেলায় গোটিয়ারচর এবং চৌদুয়ার গ্রামে অভিযান চালিয়ে সুমন ও রাজুকে গ্রেফতার করে এবং তাদের হেয়াজত থেকে ২টি এপাচি ও তিনটি ডিসকভার মোটর সাইকেল উদ্ধার করে। পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, আইনী প্রক্রিয়ার মধ্য দিয়ে নাটোরে হারানো ব্যক্তিদের মোটরসাইকেল তিনটি ফিরিয়ে দেয়া হবে। অপর দুটি মোটরসাইকেল সিরাজগঞ্জ জেরা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
পিবিএ/এসডি