হাজীগঞ্জে অনলাইন হ্যাকিং প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

পিবিএ,চাঁদপুর: র‌্যাব-২ এবং র‌্যাব-১১ যৌথভাবে অভিযান চালিয়ে ২৪ সেপ্টেম্বর ভোর রাতে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার কংগাইশ গ্রাম থেকে অনলাইন হ্যাকিং প্রতারক চক্রের ৩ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে হ্যাকিংয়ের মাধ্যমে সংগ্রহকৃত ২লাখ ৩৯হাজার ৯শ’ টাকা উদ্ধার করা হয়। এছাড়াও অনলাইন হ্যাকিংয়ের কাজে ব্যবহৃত কম্পিউটার, ল্যাপটপ, পেনড্রাইভ, বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড ও চেক বই উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত অভিযুক্ত আসামীরা হলো, চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার কংগাইশ গ্রামের মোঃ জাকির হোসেন বেপারীর ছেলে মোঃ শাহাদাৎ হোসেন শিহাব (২৫), একই গ্রামের মোঃ মনিরুল ইসলামের ছেলে মো. মাইনুল ইসলাম (২৫), ও মো. আবুল হোসেনের ছেলে মোঃ মাহবুবুল আলম আবির (২৫)।

গ্রেফতারকৃত প্রতারক চক্রটি দীর্ঘদিন যাবৎ বিশ্বের বিভিন্ন দেশের অনলাইন পেমেন্ট সিস্টেম সমূহ ব্যবহার করে অনলাইনে কেনাকাটা, বিভিন্ন বিল পে করা, বিদেশে অধ্যয়নরত বাংলাদেশী ছাত্র-ছাত্রীদের টিউশন ফি পেমেন্ট ডিসকাউন্ট অফার করে প্রতারণা করে আসছিল। উপরোক্ত বিষয়ে নানাবিধ প্রতারণা করার অপরাধে ধৃত আসামীদের বিরুদ্ধে চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।

পিবিএ/মিজানুর রহমান/এমআর

আরও পড়ুন...