নাটোরে কানাডা প্রবাসীদের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ

পিবিএ, নাটোর : কানাডা প্রবাসী ‘গ্রেট ভ্যানকুভার কালচরাল অ্যাসোসিয়েশন’র উদ্যোগে নাটোরের দিঘাপতিয়া বালিকা শিশু সদন এবং সদর উপজেলার মোমিনপুর গ্রামের আদিবাসী সাঁওতাল পল্লীর নারী-পুরুষদের মধ্যে কম্বলসহ শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

 

গতকাল বৃহস্পতিবার এই কম্বল ও শীতের পোষাক বিতরণের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কথা সাহিত্যিক জাকির তালুকদার, গ্রেট ভ্যানকুভার কালচরাল অ্যাসোসিয়েশনের সভাপতি তারিক মালিক, সাধারণ সম্পাদক শাহানা আকতার মহুয়া, দিঘাপতিয়া এম কে কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, নাটোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আহমেদ মুকুল, সাংস্কৃতিক ও সামাজিক কর্মী আলী আকমল বাপ্পী প্রমুখ।

পিবিএ/জিজি

আরও পড়ুন...

preload imagepreload image