পিবিএ,মাগুরা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে চার দিনব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে দুপুরে ৩ শতাধিক ছিন্নমূল মানুষ ও পথ শিশুদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে মাগুরা জেলা যুবলীগ। আজ শনিবার দুপুরে শহরের কলেজ রোডে পৌরসভার সামনে দুপুরে এ খাবার বিতরণ করা হয়। এ সময় জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান, যুগ্ম-আহবায়ক আলী আহমদ আহাদ, পৌর কাউন্সিলর সাকিব হাসান তুহিনসহ যুবলীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান জানান, জাতির পিতার সুযোগ্য কন্যা সফল রাষ্ট্র নায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে জেলা যুবলীগ ৪ দিনের কর্মসূচী গ্রহন করেছে। এরই অংশ হিসেবে শনিবার শহরের ৩ শতাধিক দুস্থ পথ শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। এছাড়া গত শুক্রবার জুম্মার নামাজ শেষে কেন্দ্রীয় জামে মসজিদে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
পিবিএ/মোখলেছুর রহমান/এসডি