তালায় কেন্দ্রীয় পানি কমিটির সভা অনুষ্ঠিত

পিবিএ,তালা (সাতক্ষীরা): সাতক্ষীরার তালায় কেন্দ্রীয় পানি কমিটির ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে তালা শিশুতীর্থ কিন্ডার গার্টেন স্কুলে কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলামের সভাপতিত্বে কেন্দ্রীয় পানি কমিটির ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উত্তরণের প্রকল্প সমন্বয়কারী জাহিন শামস্ স্বাক্ষর, কেন্দ্রীয় পানি কমিটি নেতা এড. কামরুজ্জামান, অধ্যাপক হাসেম আলী ফকির, বিষ্ণুপদ দত্ত, শেখ সেলিম আকতার স্বপন, অধ্যক্ষ আব্দুল মতলেব, শেখর চন্দ্র রায়, সফিকুল ইসলাম, আলাউদ্দীন জোয়ার্দার, মোঃ ময়নুল ইসলাম, মোঃ নুরুল হুদা, আব্দুর রউফ বাবু, আঃ রাজ্জাক মলঙ্গী, শেখ আবদুল হান্নান, মোঃ নুর ইসলাম, মোস্তফা কামরুজ্জামান, অধ্যাপক অচিন্ত্য সাহা, অধ্যাপক রেজাউল করিম, মীর জিল্লুর রহমান, বিষ্ণু পদ মন্ডল, সরদার রফিকুল ইসলাম, শিবপদ মল্লিক, সাবিনা ইয়াসমিন, সাংবাদিক মোঃ মিজানুর রহমান, গাজী জাহিদুর রহমান, আনোয়ার হোসেন আকুঞ্জী, উত্তরণের মোঃ আলামিন হোসেন প্রমুখ।

উক্ত সভায় অত্র এলাকার বিভিন্ন নদ নদীর বর্তমান পরিস্থিতি, কপোতাক্ষ নদ খনন প্রকল্প দ্বিতীয় পর্যায়ে অনুমোদন, শালতা নদী খননের বর্তমান পরিস্থিতি, সাতক্ষীরা শহরের জলাবদ্ধতা, আশাশুনী, পাইকগাছা ও কয়রা এলাকার ষাটের দশকে নির্মিত বাঁধের দূরাবস্থা, বেতনা, মরিচ্চাপ, হরি, শিবসা, হামকুড়া, ঘ্যাংরাইলসহ বিভিন্ন নদীর পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় সংশ্লিষ্ট নদী অববাহিকায় সরকারী প্রকল্প বাস্তবায়নে পানি কমিটির নেতৃবৃন্দ সর্বাত্মক সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করেন।

পিবিএ/মোঃ রোকনুজ্জামান টিপু/এসডি

আরও পড়ুন...