স্বামীকে রক্ত যোগাড় করে দেবার কথা বলে স্ত্রীকে ধর্ষণ, গ্রেফতার ২

পিবিএ,ঢাকা: গত কাল রাত ২০:০০ ঘটিকায় মিরপুর থানাধীন মধ্য মনিপুর পাড়াস্থ শিফা ভিলার তৃতীয় তলার সিঁড়ির ডান পাশের সি নং ফ্ল্যাটে র‌্যাব-২ এর একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে মুমূর্ষু স্বামীকে রক্ত যোগাড় করে দেবার কথা বলে অসহায়ত্বের সুযোগ নিয়ে স্ত্রীকে ধর্ষণকারী মোঃ মনোয়ার হোসেন@সজীব(৪৩) ও তার সহযোগী মাশনু আরা বেগম @ শিল্পী (৪০) কে গ্রেফতার করে র‌্যাব-২।

উল্লেখ্য যে, গত ১৫/০৯/২০২০খ্রিঃ অনুমান ০৪.০০ ঘটিকায় ভিকটিম তার অসুস্থ স্বামীকে নিয়ে ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে মেডিসিন বিভাগের ভর্তি করায়। দায়িত্বরত ডাক্তার স্বামীর জন্য রক্ত প্রয়োজন এবং জরুরীভাবে রক্তের ব্যবস্থা করার পরার্মশ দেন। ভিকটিম সোহরাওয়ার্দী হাসপাতালের দ্বিতীয় তলার ব্লাড ব্যাংকের সামনে গিয়ে ৩/৪ জন পুরুষ লোককে বসা দেখতে পেয়ে (O+) রক্তের বিষয়ে জানতে চাইলে মোঃ মনোয়ার হোসেন@সজীব ব্লাডের ব্যবস্থা করে দিবে বলে। এবং ১৬/০৯/২০২০ খিঃ তারিখে ০১.৩০ ঘটিকায় কৌশলে রক্তের ব্যবস্থা করে দেওয়ার নাম করে মিরপুর থানাধীন মধ্য মনিপুর পাড়াস্থ শিফা ভিলার মাশনু আরা বেগম @ শিল্পী বাসায় নিয়ে যায়। উক্ত বাসায় নিয়ে মাশনু আরা বেগম @ শিল্পী এর সহযোগীতায় মোঃ মনোয়ার হোসেন@সজীব ভিকটিমকে ধষর্ণ করে এবং ভিকটিম চিৎকার করেল গলা চেপে ধরে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। ভিকটিম লোকলজ্জার ভয়ে ও স্বামীর অসুস্থতার কারনে ধর্ষণ এর বিষয়টি গোপন রাখে। গত ২৪/০৯/২০২০ খ্রিঃ তারিখে ০৭.৩০ ঘটিকায় উক্ত আসামী ভিকটিমের স্বামীর মোবাইলে কল করে বলে রক্তের ব্যবস্থা হয়েছে আপনার স্ত্রীকে সোহরাওয়ার্দী হাসপাতালের দ্বিতীয় তলায় পাঠিয়ে দেন। তখন ভিকটিম পুনরায় ধর্ষিত হওয়ার ভয়ে তার স্বামীকে ধষর্ণের বিষয়টি খুলে বলে। তারপর তারা দুইজন র‌্যাব-২ এর অধিনায়ক বরাবর অভিযোগ করলে উক্ত ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া য়ায়। এ প্রেক্ষিতে র‌্যাব-২ এর আভিযানিক দল উপরোক্ত আসামীদ্বয়কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী মোঃ মনোয়ার হোসেন@সজীব মাশনু আরা বেগম@ শিল্পী এর সহযোগীতায় ভিকটিমকে ধর্ষণ করার কথা স্বীকার করে। আসামী মোঃ মনোয়ার হোসেন@সজীব জানায়, মাশনু আরা বেগম @ শিল্পী এর সাথে অবৈধ সর্ম্পক রয়েছে। আসামীদেরকে জিজ্ঞাসাবাদে আরো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে যা যাচাই বাছাই করে ভবিষ্যতে র‌্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

পিবিএ/এসডি

আরও পড়ুন...