পিবিএ,নওগাঁ: নওগাঁর পোরশায় পাওনা ৩০ টাকা চাওয়াকে কেন্দ্র করে লাঠির আঘাতে ইউনুস আলী (৪৮) নামেএক ব্যক্তি নিহত হয়েছে।
নিহত ব্যক্তি উপজেলার সোমনগর দক্ষিনপাড়ার মৃত: আব্দুল মান্নানের ছেলে। শুক্রবার বিকালে উপজেলার সোমনগর সুতলী বাজারে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ক্ষুদ্র ব্যাবসায়ী ও খুনি মফিজ উদ্দিন কে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি উপজেলার বানমহিন গ্রামের মৃত: অছির উদ্দিনের ছেলে ।
পোরশা থানার ওসি শাহিনুর রহমান জানান, মফিজ উদ্দিন ঘটনার দিন বিকালে সুতা ও চেইন এর দোকান নিয়ে সুতলী বাজারে আসে। বাজারে ইউনুসকে দেখে তার কাছ থেকে পাওনা ৩০ টাকা চায়। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে মফিজ উদ্দিন ইউনুসকে লাঠি দিয়ে মাথায় আঘাত করলে সে গুরুতর আহত হয়। এমতাবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে সে মারা যায়।
তিনি আরো জানান, আর এ ঘটনায় জড়িত মফিজ উদ্দিনকে সন্ধ্যায় আটক করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুত চলছে।
পিবিএ/বিএ/হক