পিবিএ,নড়াইল: আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্ম বার্ষিকীতে প্রধানমন্ত্রীর দির্ঘায়ু কামনা করে সামাজিক যোগাযোগ মাধ্য ফেসবুকের অফিসিয়াল পেইজে স্টাটাস দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। সোমবার বিকাল ৪টার দিকে সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা লিখেছেন, শুভ জন্মদিন….বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বির্নিমানের কারিগর… মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা।
আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। জয় বাংলা জয় বঙ্গবন্ধু। এসময় প্রধানমন্ত্রী সাথে একটি ছবি আপলোড করেন ম্যাশ।
এদিকে নড়াইলে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে প্রধানমন্ত্রীর জন্মদিন। সোমবার বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার জন্মদিনে নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নে দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের হোস্টেলে বিশেষ শিশুদের জন্য দুপুরের খাবারের আয়োজন করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। সার্বিক সহযোগিতা করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু।
অপরদিকে এ উপলক্ষে জেলা আওয়ামীলীগ, জেলা যুবলীগ, জেলা ছাত্রলীগ, জেলা স্বেচ্ছাসেবক লীগ বিভিন্ন কর্মসূচি পালন করছে। কর্মসূচির মধ্যেছিলো প্রতিবন্ধীদের মাঝে খাবার বিতরন, কেককাটা, আলোচনাসভা ও প্রধানমন্ত্রীর দির্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিতে জেলা আওয়ামীলীগের সভাপতি সুবাস চন্দ্র বোস, সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান জিন্নাহ, জেলা আওয়ামীলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাফিজ খান মিলন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তারিকুল ইসমাম উজ্জ্বল, সাধারন সম্পাদক এস এম পলাশ, জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহারিয়ার মিম, সাধারন সম্পাদক রকিবুজ্জামান পলাশসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পিবিএ/শরিফুল ইসলাম/এসডি