গৌরনদীতে অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার


পিবিএ,বরিশাল: বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ গতকাল সোমবার বিকেলে উপজেলার বাটাজোর ইউনিয়নের দেওপাড়া গ্রামের একটি পুকুরের পানিতে ভাসমান অবস্থায় এক অজ্ঞাতনামা যুবক (৪৮) এর লাশ উদ্ধার করেছে।
গৌরনদী মডেল থানা সুত্রে জানাগেছে, ওই গ্রামের দিলিপ বর্নিকের বাড়ির পশ্চিম পাশে আলী মোহাম্মদ মোল্লার একটি পুকুরে অজ্ঞাতনামা ওই যুবকের লাশ ভাসতে দেখে এলাকাবাসী সোমবার দুপুর দেড়টার দিকে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে গৌরনদী মডেল থানার এসআই মোঃ কামরুজ্জামান খান সঙ্গীয় ফোর্স নিয়ে বিকেল ৩টার দিকে ঘটনাস্থলে পৌছে সেখান থেকে নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে বরিশাল পাঠিয়েছে।
লাশ উদ্ধারকারী গৌরনদী মডেল থানার এসআই মোঃ কামরুজ্জামান খান জানান, এলাকাবাসী তাকে বলেছে, যে গত কয়েক দিন ধরে ওই যুবক ছেড়া-ময়লা কাপড়-চোপর পরিহিত অবস্থায় ওই এলাকায় ঘোড়া-ফেরা করছিল। এ থেকে ধারনা করা হচ্ছে সে মানষিক রোগী ছিল। এ কারনে হয়ত নিয়ন্ত্রনহীন চলাফেরার ফলে পুকুরে পড়ে গিয়ে সে মারা গেছে। লাশ শনাক্ত হলে ও লাশের ময়না তদন্তের রিপোর্ট পেলে আসল কারন জানা যাবে।

পিবিএ/খোন্দকার মনিরুজ্জামান মনির/এসডি

আরও পড়ুন...