পিবিএ,জবি সংবাদদাতা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী নাজমুল ইসলাম ও তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা ও বিনা অপরাধে কারাভোগের প্রতিবাদে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুর ১১ টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারের সামনে এ মানববন্ধন করেন শিক্ষার্থীরা।
জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থীর বড় বোন সীমা আক্তারের সাথে দোহার উপজেলার শৃ-কৃষ্ণপুরের জসিম আহমেদের সাথে বিবাহ হয়। বিবাহের এক পর্যায়ে স্বামী জসিম যৌতুকের জন্য সীমাকে নিয়মিত নির্যাতন করলে সেখান থেকে বাবার বাড়ি চলে আসে এবং মেয়ে বাদি হয়ে তার স্বামীর বিরুদ্ধে পারিবারিক আদালত আইন এবং নারী ও শিশু নির্যাতন আইনে দুটি মামলা দেয়। এর এক পর্যায়ে গ্রাম্য শালিসের মাধ্যমে দুইপক্ষের মধ্যে বিচ্ছেদের সিদ্ধান্ত হয় এবং খোরাকি ও দেন মোহর বাবদ ৩ লক্ষ ৫০ হাজার টাকা স্ত্রীকে দেওয়ার রায় দেওয়া হয়। তখন স্বামী শালিসের সময় রায় মেনে নিলেও পরে সে রায় না মেনে তার স্ত্রী সীমা আক্তারকে ১ নং আসামী, তার বাবা সিরাজুল ইসলামকে ২ নং আসামী ও তার ছোট ভাই জবি শিক্ষার্থী নাজমুল ইসলামকে ৩ নং আসামী করে উল্টো চুরি মামলা দেয়।
এ মামলায় ২৫ আগষ্ট জবি শিক্ষার্থী নাজমুল ও তার বাবা সিরাজুল ইসলামকে বিনা নোটিশেই গ্রেপ্তার করে পুলিশ এবং ১২ দিন কারাভোগ করে। পরবর্তীতে ৬ সেপ্টেম্বর হাজিরা দেওয়ার শর্তে জামিন নেয় তারা।
এ ব্যাপারে জবি শিক্ষার্থী নাজমুল ইসলাম বলেন, আমি বিশ্ববিদ্যালয়ের একজন সাধারণ শিক্ষার্থী। এ ঘটনার সাথে আমি বা আমার পরিবারের কোন সংশ্লিষ্টতা নেই। আমাদের অস্বচ্ছল পরিবার ও আমার ভবিষ্যৎ চাকরি জীবনে সমস্যা করতেই এ মামলা দেওয়া হয়। আমরা এ মামলা থেকে দ্রুত অব্যহতি চাই।
পিবিএ/মিনহাজ/এসডি