পিবিএ,গুরুদাসপুর(নাটোর): গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা প্রতিনিয়ত কৃষকদের জন্য কাজ করে যাচ্ছেন। সঠিক ভাবে কৃষি প্রণোদনা সকল কৃষক কে ব্যবহার করার আহ্বান জানিয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজিত কৃষি প্রণোদনা অনুষ্ঠানে কৃষকদের মাঝে বক্তব্য রেখে তিনি কথাগুলো বলেছেন। তিনি আরো বলেন, ঝড়-বৃষ্টি বণ্যায় ক্ষতিগ্রস্থ সকল কৃষকদের মাঝেও প্রতিটি সময় প্রণোদনা দিয়ে সহযোগিতা করা হয়। প্রতিটি কৃষক নির্বিঘ্নে তাদের কৃষি কাজ ফসল ভালভাবে উৎপাদন করতে পারে এখন।
বুধবার সকালে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ আবু রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুস। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আকতার, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল করিম, উপজেলা শিক্ষা অফিসার হাফিজুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমীনসহ প্রমুখ।
এসময় উপজেলার ৩০০জন কৃষকের মাঝে ১০ ধরনের শাক-সবজির বীজ ও ৫০ জন কৃষকের মাঝে মাশকালাই বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
পিবিএ/নাজমুল হাসান/এসডি