পিবিএ,রায়পুরা (নরসিংদী): ৩০ সেপ্টেম্বর (বুধবার) নরসিংদীর রায়পুরায় উপজেলা হল রুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে শাক ও সবজির বীজ বিতরণ করা হয়েছে।
খরিপ-২/২০২০-২১ মৌসুমে বন্যা জনিত ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে শাক ও সবজির প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ বীজ বিতরণ করা হয়।
উক্ত বীজ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস ছাদেক।
এ সময় আরো উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা বনি আমিন খান, যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাকির হোসেন মোল্লা, রায়পুরা প্রেসক্লাবের সাধারন সম্পাদক এম নুরউদ্দিন আহমেদ প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চচালনা করেন উপ-সহকারি কর্মকর্তা মো. শহিদ উল্লাহ।
পিবিএ/অজয় সাহা/এসডি