শিশু মৃত্যুর ঝুঁকি কমাতে ভিটামিন এ প্লাস এর গুরুত্ব অপরিসীম: সিভিল সার্জন

পিবিএ,বান্দরবান: ভিটামিন এ প্লাস খাওয়ান শিশু মৃত্যুর ঝুঁকি কমান এই প্রতিপাদ্যকে সামনে রেখে অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল ও মৃত্যুহার প্রতিরোধ করার লক্ষ্যে বান্দরবানে সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ ৩০ সেপ্টেম্বর সকালে বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে বান্দরবান স্বাস্থ্য বিভাগের আয়োজনে জনস্বাস্থ্য পুষ্টি অধিদপ্তরের বাস্তবায়নে সিভিল সার্জন ডাক্তার অংসুই প্রু মারমার সভাপতিত্বে ভিটামিন এ প্লাস বিষয়ক সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালা আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনু, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সাংচুই চিং মারমা সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিক বৃন্দ ।

অনুষ্ঠানে অতিথিদের ভিটামিন এ প্লাস এর গুনাবলী সম্পর্কে আলোকপাত করেন এবং শিশুমৃত্যুর হার কমাতে প্রত্যেক শিশুকে ভিটামিন এ প্লাস টিকা খাওয়ানোর পরামর্শ প্রদান করেন।

পিবিএ/রিমন পালিত/এসডি

আরও পড়ুন...