পিবিএ ডেস্ক : বাংলাদেশে ফ্যাশনকে উপজীব্য করে এখন পর্যন্ত তেমন কোনো ছবি নির্মাণ হয়নি। তবে এবার এমন উদ্যোগ নিলেন জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার পিয়াল হোসাইন। ২০ বছর ধরে ফ্যাশন ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত আছেন তিনি। টুকটাক মডেলিংও করেছেন। এখন তিনি । দুই দশক ধরে ফ্যাশন ও মডেলিং জগতের উত্থান পতন দেখেছেন। লক্ষ্য করেছেন, এই গ্ল্যামার্স ওয়ার্ল্ডে প্রতিনিয়ত শতশত তরুণ-তরুণী তারকা হতে আসেন। তারা সাফল্য পেতে অনেক কাঠখড় পোড়ান। এসব মডেলদের ফ্যাশন জগতের পথচলা, পরিশ্রম নিয়েই চলচ্চিত্র প্রযোজনা করতে যাচ্ছেন পিয়াল। ছবির নাম ‘স্বপ্নবাজি’। প্রযোজনা করবে পি এইচ এন্টারটেনমেন্ট। তিনি জানান, ফেব্রুয়ারি মাসেই ‘স্বপ্নবাজি’ ছবির কাজ শুরু হবে।
দীর্ঘদিন ধরে পিয়াল থাকেন নিউ ইয়র্কে। ব্যবসার পাশাপাশি ফিল্ম মেকিং নিয়ে লেখাপড়া করছেন। সেখান থেকে মুঠোফোনে জানান, “ছবির মূল গল্প তৈরি করেছি আমি। চিত্রনাট্য সাজাচ্ছেন শাহজাহান সৌরভ। যিনি এর আগে ‘ঢাকা অ্যাটাক’ ও ‘সাপলুডু’ ছবির চিত্রনাট্য তৈরি করেছেন। ছবিতে থাকবে চারটি গান। যার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। দুই গানের শুটিং হবে থাইল্যান্ডে। বাংলাদেশ ও কলকাতার নামী শিল্পীরা গানগুলো তৈরি করছেন। ছবির বড় অংশজুড়ে থাকবে এর কস্টিউম (পোশাক)। বাংলাদেশ, ভারত ও আমেরিকা এই তিন দেশে থেকে তৈরি করা হচ্ছে।
পিয়াল হোসেন বলেন, ‘পপি, পিয়া জান্নাতুল, আবদুন নূর সজল, আইরিন সুলতানা, গোলাম কিবরিয়া তানভীর এই পাঁচ জনের সঙ্গে ‘স্বপ্নাবাজি’ ছবির ব্যাপারে আলাপ করেছি। প্রত্যেকের সঙ্গে মৌখিক কথাবার্তা পাকা হয়েছে। দেশে থাকলে লিখিত চুক্তি করাতাম। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দেশে ফিরেই লিখিতভাবে চুক্তি করাবো। ছবির একটি বিশেষ চরিত্রে ওমর সানীকে ভেবেছি। আরও কয়েকজন জনপ্রিয় মডেল থাকবেন।’
‘স্বপ্নবাজি’ পরিচালনা করবেন কে? জানতে চাইলে পিয়াল বলেন, চিত্রনাট্যের কাজ একেবারেই শেষের দিকে। বর্তমানে প্রি প্রোডাকশনের কাজ চলছে। এটা যেহেতু গ্ল্যামার নির্ভর ছবি, তাই এ প্রজন্মের স্মার্ট ও ফ্যাশন ইন্ডাস্ট্রি সম্পর্কে জানেন তেমন একজনকে দিয়েই বানাবো। অভি কথাচিত্রের ব্যানারে মুক্তি দেওয়ার ইচ্ছে আছে। তিনি বলেন, ‘এখন ছবি নির্মাণের কৌশল বদলে গেছে। আগের মতো সবকিছু পরিচালকের ঘাড়ে চাপিয়ে দেওয়া যায়না। প্রযোজনা প্রতিষ্ঠানের অনেকিছুই করতে হয়। তার ফলাফল ভালো আসে। দেবী, পোড়ামন-২ ছবিগুলো তার প্রমাণ। পাশের দেশে ইন্ডিয়াতেও তাই হচ্ছে।’
পিবিএ/জিজি