বগুড়ায় সাংবাদিক দীপঙ্কর চক্রবর্তীর ১৬তম স্মরণ সভা

পিবিএ,শেরপুর (বগুড়া): বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন(বিএফইউজে)এর সাবেক সহ-সভাপতি, দৈনিক দূর্জয় বাংলার সাবেক নির্বাহী সম্পাদক সাংবাদিক স্বর্গীয় দীপঙ্কর চক্রবর্তীর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বগুড়ার শেরপুরে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২ অক্টোবর শুক্রবার বেলা ১১টায় শেরপুর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন বগুড়া জেলা পরিষদ সদস্য মোস্তাফিজার রহমান ভূট্টো, শেরপুর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) আবুল কালাম আজাদ, প্রয়াত সাংবাদিক দীপঙ্কর চক্রবর্তীর ছোট ভাই পীযুষ চক্রবর্তী। উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সৌরভ অধিকারী শুভ’র সঞ্চালনায় সভায় অন্যান্যদের স্মৃতিচারণ করেন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শরীফ, সাবেক সা. সম্পাদক রাশেদুল হক, যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন জুম্মা, দপ্তর সম্পাদক বাধন কর্মকার কৃষ্ণ, নির্বাহী সদস্য নজরুল ইসলাম, পরিমল বসাক, সাংবাদিক মোজাফফর আলী, উত্তম সরকার, শরিফ উদ্দীন সাকিদার, আবু বকর সিদ্দিক, বিমান মৈত্র প্রমুখ।

সভার শুরুতে সাংবাদিক কালো ব্যাচ ধারণ, প্রয়াত সাংবাদিক দীপঙ্কর চক্রবর্তীর বিদেহী আত্মার শান্তি এবং উপজেলা প্রেসক্লাবের সম্পাদকের ছোটভাই লুৎফর রহমান ১ সেপ্টেম্বর মৃত্যুতে তার বিদেহী রুহের মাগফিরাত কামনায় ১মিনিট নিরবতা পালন করা হয়।

উল্লেখ্য প্রয়াত সাংবাদিক দীপঙ্কর চক্রবর্তী বিগত ২০০৪ সালে ২ অক্টোবর বগুড়ায় তার কর্মস্থল থেকে নিজবাড়ী শেরপুরের স্যানালপাড়ায় প্রবেশের পথে বাড়ী থেকে ২০ গজ দুরে ল্যাম্পপোষ্টের সামনে দূর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে নৃশংসভাবে খুন হয়।

পিবিএ/আবু বকর সিদ্দিক/এমআর

আরও পড়ুন...