উচ্চতায় কুতুব মিনারকে ছাড়িয়ে যাবে এই মন্দির

sheetla-mata-temple-gurgram

পিবিএ ডেস্ক : ভারতের গুরুগ্রামের শীতলমাতা মন্দিরের চূড়া এবার ছাড়িয়ে যাবে কুতুব মিনার এবং তাজমহলকেও। এই মন্দিরের পরিচালনা বোর্ড মন্দিরটিকে নতুনভাবে নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছেন। তাতে মন্দিরের মোট উচ্চতা ৭৪ মিটার করার কথা চূড়ান্ত হয়েছে। কুতুব মিনার এবং তাজমহলের উচ্চতা ৭৩ মিটার করে।

মন্দিরটিকে নতুনভাবে তৈরি করতে ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গত বছর এপ্রিলেই এই মন্দিরটি নতুন ভাবে নির্মাণ করার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার।

পিবিএ/জিজি

 

 

আরও পড়ুন...