কুড়িগ্রামে সরকারি খাল থেকে বালু ও মাটি উত্তোলন

পিবিএ,কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের পূর্বধনীরাম গ্রামের ধোকরা নাওডাঙ্গা উন্মুক্ত সরকারি জলাশয় থেকে প্রভাবশালীদের সহযোগীতায় অবাধে বালু ও মাটি উত্তোলন করা হচ্ছে। কর্তৃপক্ষের নজরদারি না থাকায় কিছু অসাধু বালু ব্যবসায়ী টাকার বিনিময়ে বালু উত্তোলন করছেন টাকার বিনিময়ে।

সরেজমিনে দেখা যায় , ৬ টি শ্যালোমেশিন দ্বারা বালু ভরাট করে নিয়ে যাচ্ছে বিভিন্ন বাড়ীর খাল ভরাট ও ট্রলী ভরাট করে নিয়ে যাচ্ছেন চালকরা। ৬টি শ্যালো মেশিনের জন্য প্রায় ১৫/২০ জন কাজের লোক দিয়ে বালু উত্তোলন করছেন। পূর্বধনীরাম গ্রামের নজির উদ্দিনের ছেলে লুৎফর রহমান ও পশ্চিমধনীরাম গ্রামের আজিজার রহমানের ছেলে শাহালম মিয়া শ্যালো মেশিনের মালিক ও স্থানীয় বাসিন্দা। গুটি কয়েক অসাধু বালু ব্যবসায়ীর কারনে আবাদী জমি সহ পার্শ্বে থাকা কালো পিচ ঢালা রাস্থ সহ একটি ব্রিজ আজ হুমকির মুখে। যথাযথ কর্তৃপক্ষের কোন রকম নজরদারি না থাকায় অবাধে বালু উত্তোলন করছেন ব্যসায়ীরা। ইতিপূর্বে ভ্রাম্যমান আদালতের মাধমে কয়েক জন বালু ব্যবসায়ীর জেল জরিমানা করা হলেও থেমে নেই বালু খেকোরা। বড়ভিটা ইউপি চেয়ারম্যানের সাথে কথা হলে তিনি বলেন সরকারি জায়গায় বালু উত্তোলনের ঘটনাটি শুনেছি। আমি নিজেই সেখানে গিয়ে ব্যবস্থা নেবো।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার মাছুমা আরেফিন জানান, কিছুদিন আগে আমি নিজেই বালু উত্তোলন বন্ধ করে দিয়েছি। যদি সরকারি জায়গায় থেকে বালু উত্তোলন করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

পিবিএ/এমআইবি/জেডআই

আরও পড়ুন...