ঘনিষ্ঠ দৃশ্যের কারনে ‘ট্রয়- করেননি ঐশ্বরিয়া

aisharia

পিবিএ ডেস্ক : বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া বা দীপিকা পাড়ুকোন— ইদানীং বলিউড থেকে নায়িকাদের হলিউড যাত্রা নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে সর্বত্র। কিন্তু তার অনেক আগেই এই পথে হেঁটেছেন ঐশ্বরিয়া রাই। ২০০৪ সালে ‘ব্রাইড অ্যান্ড প্রেজুডিস’ দিয়ে হলিউডে অভিষেক ঘটেছিল তার। কিন্তু তারও আগে নাকি ব্র্যাড পিটের সঙ্গে ‘ট্রয়’-এ অভিনয় করার সুযোগ এসেছিল তার। তবে সে অফার তিনি ফিরিয়ে দিয়েছিলেন! কিন্তু কেন?

সূত্রের খবর, ‘ট্রয়’-এর চিত্রনাট্য খুবই পছন্দ হয়েছিল ঐশ্বরিয়ার। ব্রিসেইসের চরিত্রে অভিনয় করার অফার পেয়েছিলেন তিনি। কিন্তু বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্যের কথা ছিল সেখানে। ক্যামেরার সামনে ঘনিষ্ঠ দৃশ্যের শুটিংয়ে সে সময় স্বচ্ছন্দ ছিলেন না নায়িকা। সে কারণেই ব্র্যাড পিটের সঙ্গে স্ক্রিন শেয়ারের সুযোগ এলেও তা ফিরিয়ে দিয়েছিলেন। পরে সে চরিত্রে অভিনয় করেন রোজ ব্রায়ান।

ঐশ্বরিয়ার ঘনিষ্ঠরা মনে করেন, সে সময় ‘ট্রয়’-এ অভিনয় করলে এতদিনে তার ক্যারিয়ারগ্রাফ অনেকটাই অন্যরকম হত। বলিউড তো বটেই, হলিউডেও বেশ কিছু অন্যরকম প্রজেক্টে দেখা যেত নায়িকাকে। কিন্তু অনস্ক্রিন ঘনিষ্ঠতা নিয়ে আপত্তির কারণে তা আর সম্ভব হয়নি।

পিবিএ/জিজি

আরও পড়ুন...