পিবিএ ডেস্ক: চরম বিপর্যয়ের মুখে রয়েছে ভেনেজুয়েলার স্বাস্থ্যসেবা। অ্যামোবিয়াসিসে আক্রান্ত হয়ে ভেনেজুয়েলার চলতি সপ্তাহে প্রাণ হারিয়েছে অন্তত ১৪টি শিশু। প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম, নিরাপদ খাবার স্বল্পতা ও চিকিৎসাকর্মীর অভাবে মৃত্যুর ঝুঁকিতে আছে আরও অনেক শিশু।
ভেনেজুয়েলার উপকূলীয় শহর বার্সেলোনার লুইস রাজেট্টি হাসপাতালের কর্মীরা জানিয়েছে, অ্যামিবায়োসিসে প্রাণ হারিয়েছে ১৪ শিশু। এটি একধরণের দূষিত খাবার ও পানিবাহিত কলেরা।
হাসপাতালের এক কর্মী হোসে প্লেনস বলেন, তিন বছর আগে আমাদের এখানে অ্যালকোহল ও গজের সরবরাহ বন্ধ হয়ে গেছে। হাসপাতালে পর্যাপ্ত সিরিঞ্জ বা সিরাম নেই।
এক অসুস্থ শিশুর মা লেডি চ্যাকন বলেন, আমার মেয়ের ডায়রিয়া হয়েছে। অল্পের জন্য সে হৃদরোগে আক্রান্ত হয়নি। আমাদের কিছুই নেই। আমরা চিকিৎসার জন্য এখানে এসেছি, কিন্তু এখানেও আমাদের কিছুই নেই।
তিনি বলেন, আমি এই সরকারের তাৎক্ষণিক পতন চাই, এই সরকার আমদের ধ্বংস করেছে।
অপর এক নারী মারলিয়া ম্যারিনো চলতি সপ্তাহে তার দুই মাস বয়সী শিশু সন্তানকে অ্যামিবায়োসিসে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখেছেন। তিনি জানিয়েছেন, তার সন্তানের মৃতদেহ এখনো হাসপাতালেই পড়ে রয়েছে। কারণ, তার কাছে একটি কফিন কেনার মতো পর্যাপ্ত অর্থ নেই।
তিনি বলেন, এখানে কিছুই নেই। তাদের কাছে কোনো ওষুধ নেই, খাবার নেই। আর এখন আমার ছেলেটিও মরে গেছে।
পিবিএ/এফএস