‘তোলপাড়’ নিয়ে চলছে তোলপাড়!

tolpar pba

পিবিএ,ঢাকা: বর্তমান দেশীয় চলচ্চিত্রে ফুল এ্যাকশান সিনেমা হারিয়ে যাওয়ার পথে।ঠিক এই সময়ে সুইট ড্রিম মাল্টিমিডিয়া প্রযোজনায় পরিচালক মিজানুর রহমান মিজান শুরু করে নতুন জুটি নিয়ে এ্যাকশন ধর্মী ছবি তোলপাড় এর কাজ। ২০১৮ সালে ছবিটির কাজ শুরু হয়। এ্যাকশন ধর্মী ছবি আর গল্পের হিরো সনি রহমানের দুইজন নায়িকা প্রথম নায়িকা মৌমিতা মৌকে নিয়ে ৫০% কাজ সম্পূর্ণ হয়। এ পর্বে পরিচালক মিজানুর রহমান মিজান নায়িকা হিসেবে আবিস্কার করেন নতুন মুখ নবাগত নায়িকা তন্দ্রার।

শুরুতে তোলপাড় সিনেমার নবাগত হিরো সনি রহমান আলোচনা চলচ্চিত্র পাড়ায় এবার সনির সাথে আলোচনায় যুক্ত হলো নবাগত নায়িকা তন্দ্রা। চলতি ফেব্রুয়ারী মাসের ৪ তারিখ থেকে আমিন বাজার মধুমতি মডেল টাউনের রাজ মহল শুটিং হাউজে শুটিং চলছে।আসছে বৈশাখ মাথায় রেখে ছবিটির কাজ চলছে।২০১৯ এর মার্চ মাসের মাঝামাঝি ছবির কাজ সম্পূর্ণ হবে বলে পরিচালক সূত্রে জানা যায়।

তোলপাড় আরও যারা অভিনয় করছেন-চিত্র নায়িকা মুনমুন,মৌমিতা মৌ,আলেক জেন্ডার বৌ,রেবেকা,মাহমুদুল হক মিঠু,মারুফ আকিব,চিকন আলী,ফকিরা,বুসলি,রুমিও,ইমরান হাসু,লায়ন,অরিত্রা,কৌতুক অভিনেতা শাহীন খান সহ আরও অনেকে।

পিবিএ/এমএস/হক

আরও পড়ুন...