পিবিএ,ঢাকা: শেষ হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। মাসব্যাপী এ মেলার শুরুর দিকে ভ্যাট বা মূসক (মূল্য সংযোজন কর) আদায়ে মন্থরগতি থাকলেও শেষ সাত দিন গড়ে ৫০ লাখ টাকা আদায় হয়েছে। এনবিআর কর্মকর্তারা দাবি করেন এবারে বাণিজ্য মেলা থেকে রেকর্ড ভ্যাট আদায় হয়েছে। বাণিজ্য মেলা থেকে প্রায় সাত কোটি টাকার ভ্যাট আদায় হয়েছে। শেষ সময়ে মেলা থেকে রাজস্ব আদায়ে দায়িত্বরত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তার সংখ্যা দ্বিগুণ (৩০ জন) করা হয়। কর্মকর্তারা সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত বিভিন্ন দলে ভাগ হয়ে স্টলে স্টলে ভ্যাট পরিশোধের তথ্য খতিয়ে দেখেন।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন বলেন, ‘দেশে ব্যবসাবান্ধব রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে। বাণিজ্য মেলায় সারা দেশের মানুষ কেনাকাটা করতে আসে। বিদেশ এবং দেশের বিভিন্ন এলাকা থেকে পণ্য নিয়ে এসেছেন ব্যবসায়ীরা। মেলা থেকে রেকর্ড রাজস্ব আদায় হয়েছে। কোনো প্রতিষ্ঠান ভালো ব্যবসা করেও সঠিক হিসাবে ভ্যাট না দিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।’
মেলার শুরু থেকে ভ্যাট আদায়ে এনবিআরের ঢাকা পশ্চিম অঞ্চলের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কাজ করছে। প্রথম থেকে ভ্যাট আদায়ে এ কমিশনারেটের ১২ জন কর্মকর্তা কাজ করছেন। কিন্তু শেষ সময়ে ভ্যাট আদায়ে জোর দিতে এ কাজে কর্মকর্তার সংখ্যা বাড়িয়ে ৩০ জন করা হয়েছে। কর্মকর্তারা বিভিন্ন স্টলে গিয়ে বিক্রির রসিদ এবং ভ্যাট পরিশোধের চালান খতিয়ে দেখেন। কোনো প্রতিষ্ঠানের ভ্যাট পরিশোধের তথ্যে গরমিল পাওয়া গেলে হিসাব কষে সঠিক পরিমাণের রাজস্ব দিতে বলা হয়।
ঢাকা পশ্চিমের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার ড. মইনুল খান বলেন, ‘এবারের মেলাতে অধিকাংশ প্রতিষ্ঠান নিয়মিতভাবে সঠিক হিসাবে রাজস্ব পরিশোধ করেছে। তবে কিছু প্রতিষ্ঠান ভ্যাট ফাঁকি দিয়েছে। এসব প্রতিষ্ঠানের কাছ থেকে হিসাব মতো আদায়ে কাজ করেছি। আমরা সবাইকে ভ্যাট পরিশোধে উৎসাহ দিচ্ছি।’ তিনি বলেন, ‘গতবারে মেলা থেকে পাঁচ কোটি টাকার ভ্যাট আদায় হয়। এবার ছয় কোটি টাকার ভ্যাট আদায়ের লক্ষ্যমাত্রা থাকলেও অতীতের সব হিসাব ছাড়িয়ে প্রায় সাত কোটি টাকার বেশি ভ্যাট আদায় হয়েছে।’
মেলায় বিক্রীত সব পণ্যের ওপর একই হারে ভ্যাট প্রযোজ্য নয়। পণ্যভেদে ৪ থেকে ১৫ শতাংশ ভ্যাট ধার্য আছে। এনবিআর থেকে গড়ে ৭ শতাংশ হারে বাণিজ্য মেলা থেকে ছয় কোটি টাকার ভ্যাট আদায়ে হিসাব করা হয়। গত কয়েক বছরে বাণিজ্য মেলায় গড়ে ১৫০ কোটি টাকার পণ্য বিক্রি হয়েছে এবং গড়ে ২৫০ কোটি টাকার রপ্তানি আদেশ পাওয়া গিয়েছে।
পিবিএ/এফএস