চুয়াডাঙ্গা সীমান্তে ভারতীয় মালামাল উদ্ধার

chuadanga pba

পিবিএ,চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা দামুড়হুদার সুলতানপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ টাকার ভারতীয় মালামাল আটক করেছে বিজিবি। আটককৃত মালামালের মধ্যে ভারতীয় চকলেট, হেয়ার তৈল ও বিভিন্ন ধরনের ওষুধ রয়েছে। ববিরার বেলা সাড়ে ১১টার দিকে এসব মালামাল উদ্ধার করে বিজিবি-৬।

চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল ইমাম হাসান জানান, সকালে গোপন সংবাদের ভিক্তিতে দামুড়হুদা উপজেলার সুলতানপুর সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় কাটাতারঁ সীমান্তবর্তী পেলার ৮৬ নং নিকট একটি ব্যাগ থেকে পরিক্তত অবস্থায় ভারত থেকে পাচার করে আনা ভারতীয় চকলেট ,হেয়ার তৈল ও বিভিন্ন ধরনের ওষুধ উদ্ধার করা হয়। আটককৃত মালামালের আনুমানিক মূল্য ১ লাখ ৬৫০ টাকা বলে জানান বিজিবি।

পিবিএ/টিটি/হক

আরও পড়ুন...