ময়মনসিংহে প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের সদস্য গ্রেফতার

গ্রেপ্তার
প্রতীকী ছবি

পিবিএ,ময়মনসিংহ: ময়মনসিংহের হালুয়াঘাট থেকে প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের সদস্য সুমন মিয়া (১৮)কে আটক করেছে র‌্যাব-১৪।

রবিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে র‌্যাব-১৪ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার হাফিজুল ইসলাম বাবু জানান, হালুয়াঘাট উপজেলার মধ্য ধুরাইলস্থ এলাকার ওই আসামির বাড়ির সামনে প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের কিছু সদস্য অবস্থান করেছে এমন সংবাদের ভিত্তিতে শনিবার (৯ ফেব্রুয়ারি) রাতে সেখানে অভিযান চালানো হয়। পরে প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের সদস্য সুমন মিয়াকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে দু’টি মোবাইল সেট, চারটি সিমকার্ড ও ১১ পাতা ফেসবুকের স্ক্রিনশট প্রিন্ট ছবি উদ্ধার করা হয় বলে জানান তিনি।

পিবিএ/এ আর/হক

আরও পড়ুন...