‘‘উই আর ডিসপ্লেসড” মালালার নতুন বই

পিবিএ ডেস্ক: বিশ্বের কনিষ্ঠতম নোবেল-প্রাপক তিনি। শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন মালালা ইউসফজ়াই ২০১৪ সালে। তার দু’বছর আগে তালেবানি আক্রমণে আহত হয়েছিলেন তিনি। মেয়েদের স্কুলে যাওয়ার অধিকার নিয়ে সরব হওয়াই ছিল তাঁর অপরাধ। ক্রিশ্চিনা ল্যাম-এর সঙ্গে যৌথভাবে লেখা ‘আই অ্যাম মালালা’ (২০১৩) গ্রন্থে আছে সে কাহিনি। মালালার সেই আত্মকথা আন্তর্জাতিক বেস্টসেলার পরিণত হয়।

সদ্য প্রকাশিত হল তাঁর দ্বিতীয় গ্রন্থ ‘উই আর ডিসপ্লেসড: মাই জার্নি অ্যান্ড স্টোরিজ় ফ্রম রেফিজি গার্লস অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড’। এ বইতে মালালা লিখেছেন স্থানচ্যূত, দেশচ্যূত মেয়েদের কথা যারা আশ্রয়হীন, যারা উদ্বাস্তু। নেপথ্যে হয়তো রাজনীতি, হয়তো অর্থনীতি। বিভিন্ন দেশে মালালার ঘুরে দেখা, পর্যবেক্ষণের মধ্য দিয়ে তিনি তুলে এনেছেন সেই সব অসহায় মেয়েদের কাহিনি।

তাঁর নিজের ভাষায়— ‘We hear about refugees in the newspapers, on TV, and it is just in numbers, and it’s usually in a negative way. But we do not hear from them, especially when it comes to young women and girls. So I wrote the book.’

পিবিএ/জেআই

আরও পড়ুন...