খাশোগির দেহের সন্ধান মেলেনি : দাবি সৌদির

khashogi

পিবিএ ডেস্ক : তুরস্কের ইস্তানবুলে খুন হওয়া মার্কিন সংবাদমাধ্যমের সাংবাদিক জামাল খাসোগির দেহের সন্ধান মেলেনি বলে জানিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদের আল-জুবের। তবে এই বিষয়ে তদন্ত চলছে বলে তিনি জানিয়েছেন। তুরস্কে সৌদি দূতাবাস চত্বরে খুন করার পরে জামাল খাসোগির দেহ টুকরো করার পরে গত ২ অক্টোবর ঘটনাস্থল থেকে সরিয়ে ফেলা হয়। কিন্তু আজ পর্যন্ত খোঁজ পাওয়া য়ায়নি মৃত সাংবাদিকের দেহাবশেষের।

সৌদি সরকারের দাবি, সাংবাদিক খুনের পিছনে রয়েছেন সৌদি আরবের সরকারী কর্মীদের একাংশ। তবে সরকারি মতে, অভিযুক্ত কর্মীরা নিজেদের এখতিয়ারের বাইরে গিয়ে এই অপরাধে শামিল হয়েছিলেন। ঘটনায় এ পর্যন্ত ১১ জনকে আটক করেছে সৌদি আরব প্রশাসন।

সম্প্রতি সিবিএস টিভি চ্যানেলে এক সাক্ষাৎকারে এসে সৌদির পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, খাসোগির দেহাবশেষের অস্তিত্ব সম্পর্কে তারা সম্পূর্ণ অজ্ঞ। তদন্তে ইস্তানবুল থেকে প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণ চাওয়া হলেও কিছুই পাওয়া যায়নি বলে দাবি আল-জুবেরের। ধৃতদের জেরা করেও কোনও তথ্যসূত্র মিলছে না বলেও দাবি করেছেন সৌদির এই পররাষ্ট্রমন্ত্রী। তবে তার আশ্বাস, তদন্তে শেষ পর্যন্ত সাফল্য পাওয়া যাবে।

পিবিএ/জিজি

আরও পড়ুন...