শ্বাসরোধ করে হত্যা করা হয় মাহফুজা চৌধুরীকে

পিবিএ ঢামেক: রাজধানীর নিউমার্কেটে নিহত মাহফুজা চৌধুরী পারভীনের লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে।
আজ সোমবার (১১ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ মর্গে তার লাশের ময়না তদন্ত সম্পন্ন করেন ফরেনসিন মেডিসিন বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ।
ময়না তদন্ত শেষে প্রাথমিক ভাবে সাংবাদিকদের তিনি বলেন, মৃত নারীর ঠোঁটে, মুখে, আঙ্গুলে ধস্তাধস্তির চিহ্ন পাওয়া গেছে। একটা আঙ্গুল ভাঙ্গা ছিল। একাধিক ব্যাক্তি তাকে নাক মুখ চেপে শ্বাসরোধ করে হত্যা করেছে।
এর আগে মাহফুজার লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন, নিউমার্কেট থানার উপ পরিদর্শক (এসআই) স্বপন কান্তি দে। সুরতহাল প্রতিবেদনে তিনি উল্লেখ করেন, লাশের মুখে রক্ত দেখা যায়, হাতের কয়েকটি আঙ্গুলে কালো দাগ আছে। গতকাল বিকাল সাড়ে ৩টার হইতে সন্ধ্যা সরে ৭টার মধ্যে স্বামী ও সন্তানরা বাসায় না থাকায়, বাসার কাজের মেয়ে ও অজ্ঞাতনামা ব্যক্তিরা তাকে শ্বাসরোধে হত্যা করে।
মৃতের স্বামী ইসমত কাদির গামা বলেন, ময়না তদন্ত শেষে মৃতদেহ প্রথমে ইডেন মহিলা কলেজে নিয়ে যাওয়া হবে। পরে বাদ আছর এ্যালিফ্যান্ট রোডের বায়তুল নুর জামে মসজিদে জানাজা সম্পন্ন করা হবে। পরে বনানী সামরিক কবরস্থানে তার লাশের দাফন করা হবে।
পিবিএ/এইচএ/জেডআই

আরও পড়ুন...