পিবিএ,গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে ভাসুরের ছেলে সজিব শেখের ছুরিঘাতে চাচী উম্মে হানিফা বেগম (৩৬) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। আজ সোমবার সকালে কাশিয়ানী উপজেলার রামদিয়ার গুঘলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত উম্মে হানিফা বেগম গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার গুঘলিয়া গ্রামের রবিউল শেখের স্ত্রী।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান জানিয়েছেন, নিহতের বড় ভাসুর নান্নু শেখের ছেলে রবিউল শেখ বাড়ীতে কুকুর পুষতেন। এ নিয়ে নান্নু শেখ ও রবিউল শেখের পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিলো। গতকাল রোববার বিকেলে ওই কুকুরে খাবারে মুখ দিলে চাচী উম্মে হানিফা বেগম ভাসুরের ছেলে সজিব শেখকে গালমন্দ করেন।
এ নিয়ে আজ সোমবার সকালে আবারো কথা কাটাকাটি হলে সজিব শেখ হাতে থাকা ছুরি দিয়ে চাচী উম্মে হানিফা বেগমকে ছুরিকাঘাত করে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, এ ঘটনার পর থেকে সজিব শেখ পলাতক রয়েছেন। তবে এঘটনায় এখনও কেউ থানায় অভিযোগ দায়ের করেনি।
পিবিএ/বিএস/এমএসএম