আসাদ হোসেন রিফাত,পিবিএ,লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সোমবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে ওই উপজেলার বাউরা ইউনিয়নের মেছেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কে বুড়িমারী স্থলবন্দর গামী একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিহত হয় লালমনিরহাটগামী দুই মোটরসাইকেল আরোহী খোরশেদ আলম ও আরিফ হোসেন। নিহত দুই জনের বাড়ি সদর উপজেলার গোশালা বাজার এলাকায়। পরে পাটগ্রাম থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেন।
পাটগ্রাম থানার (ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পিবিএ/এফএস