বগুড়ায় শজিমিক ক্যাফেটরিয়াতে ময়মনসিংহ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের হামলা ভাংচুর

এইচ আলিম, পিবিএ বগুড়া: বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমিক) হাসপাতালের ক্যাফেটোরিয়াতে খেতে বসা ময়মনসিংহ আনন্দ মোহন মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সাথে ক্যান্টিন কর্মীদের সাথে অপ্রিতিকর ঘটনা ঘটেছে। ময়মনসিংহ আনন্দ মোহন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে কলেজের আকবরিয়া ক্যাফেটরিয়ার টেবিল, চেয়ার, গ্লাস, খাবার নষ্ট করা এবং প্লেটসহ অন্যান্য আসবাবপত্র ভাংচুর করে। খবর পেয়ে শজিমেক এর কর্মকর্তা, মেডিকেল পুলিশ ফাঁড়ি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমিক) হাসপাতালের কর্মকর্তারা বলছেন, ময়মনসিংহ আনন্দ মোহন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা খেতে বসলে ক্যান্টিন কর্মীরা তাদের খাওয়ার ভিডিও ধারণ করতে থাকে। নিষেধ করলে ক্যান্টিন কর্মীদের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে শিক্ষার্থীরা। এতে শিক্ষার্থীরা ভাংচুর ও ক্যান্টিন কর্মীদের মারপিট করে। এতে আহত দুই ক্যান্টিন কর্মী প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছে।

বগুড়া শজিমেক হাসপাতালের সহকারি পরিচালক ডা: আব্দুল ওয়াদুদ জানান, সোমবার সকালে আনন্দ মোহন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বগুড়ার মহাস্থানে আনন্দ ভ্রমণে আসে। মেডিকেল ছাত্র বলে দুপুরে তারা বগুড়া মেডিকেলের আকবরিয়া ক্যাফেটরিয়াতে খেতে বসে। এসময় ক্যাফেটরিয়ার খাবার পরিবেশনকারি কর্মীরা মোবাইল ফোনে আনন্দ মোহন মেডিকেল কলেজের ছাত্র ও ছাত্রীদের ভিডিও ধারণ করছিল। এই নিয়ে বিতন্ডা শুরু হয়। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ভাংচুরের ঘটনা ঘটে।

এঘটনায় ক্যাফেটরিয়ার বাবুর্চি মো: নাজমুল ও খাবার পরিবেশনকারি কর্মী শাহাদত আহত হয়। পরে ক্যাফেটরিয়ার কর্তৃপক্ষ ও আনন্দ মোহন মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সমঝোতা করে দেয়া হয়। পরে আনন্দ মোহন মেডিকেল কলেজের শিক্ষার্থীদের পুলিশী নিরাপত্তায় তাদের ময়মনসিংহে প্রেরণ করা হয়।

এঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে।

বগুড়ার মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজিজ মন্ডল জানান, যে ঘটনা ঘটেছে তা উভয়ের মধ্যে মিমাংসা হয়েছে। ময়মনসিংহ আনন্দ মোহন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা তারা নিরাপদে ফিরে গেছেন ।

পিবিএ/এইচএ/জেডআই

আরও পড়ুন...