পিবিএ ডেস্ক : পুলিশের সেবায় সুস্থ হয়ে উঠে পুলিশের গাড়ি নিয়েই চম্পট দিল যুবক! ঘটনাটি মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াইয়ো শহরে ঘটেছে। পুলিশের বক্তব্য অনুযায়ী, গত শুক্রবার অত্যধিক পরিমাণে ড্রাগ নিয়ে অসুস্থ হয়ে পড়েছিল বছর পঁচিশের জেরেমি ডেভিস। খবর পেয়ে ওহাইয়ো অঞ্চলের বাসিন্দা সেই যুবককে বাঁচানোর তোড়জোড় করে স্থানীয় পুলিশ বিভাগ। ওই যুবকের নাকের মধ্যে একটি স্প্রে করে সেই ড্রাগের প্রভাব কাটিয়ে প্রাথমিক বিপদ কাটানো হয়। তারপর ওই যুবককে অ্যাম্বুলেন্সের মধ্যে নিয়ে যাওয়া হয় নজরে রাখবার জন্য।
কিন্তু আচমকা ওই ব্যক্তি অ্যাম্বুলেন্স থেকে ঝাঁপ দিয়ে কাছেই দাঁড়িয়ে থাকা একটি পুলিশের গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে। প্রবল বেগে গাড়ি চালিয়ে দু’মাইল যাওয়ার পরে রাস্তার ধারের একটি গাছে ধাক্কা মারে সে। যদিও তাতে খুব বেশি আহতও হয়নি সেই যুবক। তারপর রীতিমতো পায়ে হেঁটেই গা ঢাকা দেয় সে।
ওই ব্যক্তিকে ধরবার জন্য উঠে পড়ে লেগেছে ওহাইয়ো পুলিশ। জেরেমির নামে আগে থেকেই কোনও গ্রেফতারি পরোয়ানা আছে কি না সেটাও খতিয়ে দেখা হচ্ছে।
পিবিএ/জিজি