টাঙ্গাইলে একটি লক্ষীপেঁচা উদ্ধার

পিবিএ,টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গর্জনা গ্রাম থেকে সোমবার সকালে আহত অবস্থায় একটি লক্ষীপেঁচা উদ্ধার করেছেন জাহাঙ্গীর নামের এক যুবক।
পরে তিনি পেঁচাটি উপজেলা সদরে শিশু শিক্ষা প্রতিষ্ঠান উইজডম ভ্যালিতে নিয়ে আসেন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মুহাম্মদ কামাল হোসেন পেচাঁটি দেখে তার চিকিৎসার জন্য উপজেলা প্রাণি সম্পদ অফিসে নিয়ে যান।
কামাল হোসেন বলেন, প্রাথমিক চিকিৎসা দিয়ে প্রাণি সম্পদ কর্মকর্তা আমার তত্বাবধানে আরো দুই তিন দিন রাখতে বলেছেন। পেঁচাটি একটু সুস্থ্য হলে তাকে ছেড়ে দেওয়া হবে।
উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আ. মান্নান বলেন, পেঁচাটা অত্যন্ত দুর্বল ও তার শরীরের কিছু অংশে ক্ষত ছিল। প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছেএ তবে সুস্থ্য হতে আরো দুই তিন দিন সময় লাগবে।
পিবিএ/টিএ/এমএসএম

আরও পড়ুন...