পিবিএ,ময়মনসিংহ: ময়মনসিংহে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযান চালিয়ে ২২ গ্রাম হেরোইন ও ১৯ পিস ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
সোমবার (১১ ফেব্রুয়ারি) সন্ধার দিকে ডিবি কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটককৃতরা হলেন- তানভীর (৩০), বুলবুল ইসলাম (১৯), মুন্না মিয়া (২০), নবী হোসেন (৩৫) ও মহর আলী (২৫)।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, রোববার (১০ ফেব্রুয়ারি) রাতে বিশেষ অভিযান চালিয়ে নগরীর বাঘমারা এলাকার পুরাতন মেডিকেল কলেজ গেট এলাকা থেকে মুন্না মিয়া ,নবী হোসেন ও মহর আলী এবং জেলার গফরগাওয়ের পাগলা থাানার কুরচাই বকুলতলা থেকে ২২ গ্রাম হেরোইন ও ১৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোঃ তানভীর ও বুলবুল ইসলামকে আটক করা হয়।
পরে আটককৃতদের নামে পাগলা ও কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার এ সব মাদক ব্যবসায়ীদেরকে আদালতে পাঠানো হয় বলে আরও জানান তিনি।
পিবিএ/এমএআর/এমএসএম