পিবিএ,ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় রেলওয়ের ডাবল লেন প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশনের ট্রাকচাপায় অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হয়েছেন। সোমবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কসবা পুরাতন রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল মালেক জানান, সন্ধ্যায় রেলওয়ে প্রকল্পের কাজ করার সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মানসিক ভারসাম্যহীন পঞ্চাশোর্ধ্ব এক নারীকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
পিবিএ/এমএসএম