পিবিএ, ঢাকা : রাজধানীর দক্ষিণখানে ছেলের ছুরিকাঘাতে মা ও ভাবি নিহত হয়েছেন। ছুরিকাঘাতে ঘটনাস্থলে ভাবি শারমিনের মৃত্যু হলেও মা হালিমা বেগম (৬০) ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন মারা যান। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে ঢামেকের ২০৩ নম্বর ওয়ার্ডে তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া হামিদা বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হামিদার পেটের বাম পাশে ছুরিকাঘাত করা হয়। ময়না তদন্তের জন্য লাশটি মর্গে রাখা হয়েছে। নিহত হামিদার স্বামীর নাম মৃত নুরুল ইসলাম। তিনি ৩ ছেলে ও ২ মেয়ের জননী।
নিহত হামিদা বেগমের মেঝো মেয়ে নাহার আক্তার জানান, সম্পত্তি লিখে না দেওয়ায় শফিকুল তার মা’কে ছুরিকাঘাত করে। এক পর্যায় সে তার ভাবি শারমিনকেও ছুরিকাঘাত করে। কিছুক্ষণ পরেই ভাবি শারমিন মারা যায়।
পিবিএ/এইচএ/জিজি