পিবিএ,ঢাকা: কয়েক হাজার নিবন্ধনধারী শিক্ষক বেসরকারি স্কুল-কলেজে নিয়োগের জন্য যোগ্য হিসেবে সুপারিশকৃত হলেও তারা যোগদান করতে পারছেন না।
গত ২৯ জানুয়ারি এক বিজ্ঞপ্তিতে ২০১৮ সালের এমপিও নীতিমালা ও জনবল কাঠামো অনুযায়ী নিয়োগের শর্ত আরোপ করে এনটিআরসিএ। কিন্তু এনটিআরসিএ নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হাজার হাজার প্রার্থী রয়েছেন যারা ২০১৮ সালের এমপিও নীতিমালা ও জনবল কাঠামো জারির আগে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তখনকার শর্ত মেনে।
সেই শর্ত অনুযায়ী এনটিআরসিএ তাদের পরীক্ষা নিয়েছে, নিবন্ধন নম্বর দিয়েছে, মেধা তালিকাও প্রকাশ করেছে। এমনকি নিয়োগের জন্য সুপারিশও করেছে। কিন্তু মেধাতালিকা প্রকাশ করে নিয়োগের সুপারিশের পর তাদের ক্ষেত্রে ২০১৮ সালের এমপিও নীতিমালা ও জনবল কাঠামো কার্যকরের শর্ত জারি করেছে। ২০১৮ এমপিও নীতিমালা ও জনবল কাঠামোর শর্ত আরোপের কারণে কয়েক হাজার প্রার্থী নিয়োগের জন্য সুপারিশকৃত হয়েও নিয়োগ লাভ করতে পারছেন না।
যেমন ২০১৮ সালের এমপিও নীতিমালা ও জনবল কাঠামো জারির আগে উচ্চমাধ্যমিক কলেজে কম্পিউটার অপারেশনের প্রভাষক পদে নিয়োগের জন্য শর্ত ছিল কম্পিউটার বিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর। অথবা বিজ্ঞান বিভাগে পদার্থ, রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, প্রাণিবিজ্ঞান, গণিত ও পরিসংখ্যান বিভাগ থেকে দ্বিতীয় শ্রেণীতে স্নাতকোত্তরসহ সরকার অনুমোদিত যেকোনো প্রতিষ্ঠান থেকে ৬ মাস মেয়াদি কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ কোর্স।
কিন্তু ২০১৮ সালের এমপিও নীতিমালা ও জনবল কাঠামোতে কম্পিউটার অপারেশন প্রভাষক পদের ক্ষেত্রে এ শর্ত পরিবর্তন করা হয়েছে। সেখানে বিজ্ঞান বিভাগে পদার্থ, রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, প্রাণিবিজ্ঞান, গণিত ও পরিসংখ্যান বিভাগ থেকে পাসকৃত এবং ৬ মাস মেয়াদি কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ কোর্সধারীদের কম্পিউটার অপারেশন প্রভাষক পদে নিয়োগের জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছে।
কিন্তু এসব বিভাগ থেকে পাসকৃত কয়েক শ’ নিবন্ধনধারী আবেদন করেছেন এবং তারা বিভিন্ন কলেজে নিয়োগের জন্য সুপারিশকৃত হলেও তাদের ক্ষেত্রে ২০১৮-এর এমপিও নীতিমালার শর্ত আরোপ করা হয়েছে। ফলে তারা নিয়োগ পাচ্ছে না। এ কারণে ক্ষোভ এবং তীব্র হতাশায় নিমজ্জিত।
আব্দুল হালিম, সাইফুর রহমান, কামরুল হাসান, আলমগীর হোসেন, সাবেরা মোমেনা নামক পাঁচজন নিবন্ধনধারী লিখিতভাবে জানান, তারা ১৪তম নিবন্ধন পরীক্ষায় কম্পিউটার বিজ্ঞান ও কম্পিউটার অপারেশন পদে সনদ পান। তারা সবাই ২০১৮-এর এমপিও নীতিমালা জারির আগের শর্ত মেনে এ পদে আবেদন করেছেন এবং সনদও পেয়েছেন। পরে আদালতের আদেশ অনুযায়ী শিক্ষক নিয়োগের উদ্দেশ্যে এনটিআরসিএ প্রথম থেকে ১৪তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের জাতীয় মেধা তালিকা প্রস্তুত করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে ১৯/১২/২০১৮ তারিখ। বিজ্ঞপ্তি অনুসারে এ পাঁচ নিবন্ধনধারী বিভিন্ন প্রতিষ্ঠানের শূন্যপদের বিপরীতে আবেদন করেন। প্রভাষক কম্পিউটার অপারেশন পদে তারা নিয়োগের জন্য সুপারিশকৃতও হন ২৪/১/২০১৯ তারিখ।
কিন্তু পরে ২৯ জানুয়ারি ২০১৯ এনটিআরসিএ জারি করা শর্ত অনুযায়ী বলা হয়, কম্পিউটার বিজ্ঞান ছাড়া বিজ্ঞানের অন্য বিষয় থেকে পাসকৃত এবং কম্পিউটার বিষয়ে ৬ মাসের কোর্সধারী এসব উত্তীর্ণ প্রার্থীকে নিয়োগ দেয়া থেকে বিরত থাকতে বলা হয়। এতে হতাশায় ভেঙে পড়েছেন তারা।
আব্দুল হালিম জানান, আমরা যে নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হই তার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ২০১৭ সালে। প্রিলিমিনারি পরীক্ষা হয় ২৫ আগস্ট ২০১৭। লিখিত পরীক্ষা হয় ৯ ডিসেম্বর ২০১৭। ভাইভা হয় ১১ সেপ্টেম্বর২০১৮ তারিখে।
আব্দুল হালিম অভিযোগ করে বলেন, আমাদের যখন ভাইভা নেয়া হয়েছে তখনো তো বলতে পারত আমরা ২০১৮ নীতিমালা অনুযায়ী আবেদন করতে পারব না। কিন্তু আমাদের সব পরীক্ষা নেয়া হলো, সনদও দেয়া হলো। আমাদের এসএমএসের মাধ্যমে নিবন্ধন নম্বর জানানো হয়েছে। তারা আমাদের এভাবে নিবন্ধন নম্বর না জানালে আমরা তো এ পদে আবেদনই করতে পারতাম না।
জানা গেছে, এনটিআরসিএ’র এ সিদ্ধান্তের কারণে কলেজে প্রভাষক পদে শতাধিক এবং স্কুলে কয়েক হাজার প্রার্থী যারা নিয়োগের জন্য সুপারিশকৃত হয়েছেন কিন্তু নিয়োপ পাচ্ছেন না।
পিবিএ/এফএস